সিলেট অঞ্চলে আবারও ভূমিকম্প হয়েছে। এর উৎপত্তিস্থল ভারতের আসামের লক্ষ্মীপুর জেলায়।
বুধবার (৭ জুলাই) সকাল ৯টা ১৫ মিনিটে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সিলেট আবহাওয়া ও ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
সাঈদ আহমদ চৌধুরী জানান, বুধবার (৭ জুলাই) সকাল সোয়া ৯টায় সিলেট অঞ্চলে রিখটার স্কেলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ভারতের লক্ষ্মীপুরে হওয়ায় সিলেটে তেমন কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ২৯ মে থেকে ৭ জুনের মধ্যে সিলেটে গত ১০দিনের ব্যবধানে ৯ দফায় ভূমিকম্প অনুভূত হয়। যার ৭ বারই উৎপত্তিস্থল সিলেটের জৈন্তাপুর উপজেলা ছিল।