বাগদান সম্পন্ন হয়েছে বলিউডের অন্যতম প্রযোজক ও অভিনেতা বনি কাপুরের বড় কন্যা অংশুলা কাপুরের। জমকালো সে আয়োজনে উপস্থিত ছিলেন বলিউডের এক ঝাঁক তারকা।
অংশুলা কাপুরের পরিচয় শুধু বনিকন্যা নয়। তিনি কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর সৎ কন্যা ও অভিনেতা অর্জুন কাপুরের একমাত্র বোন।
সম্পর্কে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের সৎবোন হন অংশুলা। শোবিজে অংশুলা শুধু তারকা সন্তান হিসেবে পরিচিত নন। ইতোমধ্যে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন তিনি।
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওর একটি রিয়েলিটি শোতে অংশ নিতে দেখা গেছে তাকে। এরপরই বলিউডের বেশ জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন কাপুর পরিবারের এ বড় মেয়ে।
ক্যারিয়ারের সুসময়েই নতুন জীবনে পা রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দীর্ঘদিনের প্রেমিক চিত্রনাট্যকার রোহান ঠাকুরের সাথে বাগদান সম্পন্ন হয়েছে এ তারকা সন্তানের।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বাগদান সম্পন্ন হয় অংশুলা-রোহানের। এই দিন বাড়িতে মাঙ্গলিক পূজার আয়োজন করে কাপুর পরিবার। জমকালো অনুষ্ঠানে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অংশুলার বিয়ের তারিখ নির্ধারিত হয়েছে আগামী ডিসেম্বরেই।
বাগদানের দিন অংশুলা বেগুনী রঙের কাস্টম মেড ডিজাইনারের লেহেঙ্গা পরেছেন। আর অংশুলার হবু বর পরেছেন কালো হেভি এম্বেলিশমেন্ট করা কূর্তি। ভাই অর্জুন কাপুর হবু দুলাভাইয়ের পোশাকের সঙ্গে ম্যাচিং করে পরেছিলেন শর্ট কূর্তি। আর জাহ্নবী ও খুশি পরেন হালকা হলুন ও মিন্ট রঙের লেহেঙ্গা।
শনিবার (৪ অক্টোবর) বাগদান অনুষ্ঠানের দারুণ সব ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন অংশুলা। ছবিতে হবু বরের বাড়ির সদস্যদের পাশাপাশি বাবা বনি কাপুর, ভাই অভিনেতা অর্জুন কাপুর এবং তার দুই সৎ বোন অভিনেত্রী জাহ্নবী কাপুর ও খুশি কাপুরকে দেখা গেছে।
অনুষ্ঠানে জাহ্নবীর প্রেমিক বিশাল পাহাড়িয়াকেও উপস্থিত থাকতে দেখা যায়। তবে তার চাচা প্রখ্যাত অভিনেতা অনিল কাপুর, সঞ্জয় কাপুর ও তাদের পরিবারের সদস্য যেমন রিয়া কাপুর, হর্ষবর্ধন কাপুর, মাপিপ কাপুর, সানায়া কাপুরকে অনুষ্ঠানে দেখা না গেলেও সোনম কাপুর উপস্থিত ছিলেন বাগদান অনুষ্ঠানে।