প্রায় সোয়া ১ ঘণ্টা অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে সরে গেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশের চাকরিচ্যুত ও ওএসডি হওয়া কর্মকর্তারা।
আজ শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে চট্টগ্রামের ফৌজদারহাট এলাকা থেকে তারা অবরোধ প্রত্যাহার করেন।
এর আগে দুপুর ১২টার দিকে কয়েক শত চাকরিচ্যুত কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা ৬ দাবিতে মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং প্রায় ৩ কিলোমিটারের বেশি এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
অবরোধকারীরা অভিযোগ করেন, হাইকোর্টের আদেশ উপেক্ষা করে ইসলামী ব্যাংকের স্পেশাল কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট পরীক্ষা বয়কটের কারণে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সাড়ে ৫ হাজার কর্মকর্তা-কর্মচারীকে টার্মিনেশন ও ওএসডি করা হয়েছে।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে— টার্মিনেট কর্মকর্তাদের স্বপদে পুনর্বহাল; পরীক্ষা বয়কটের কারণে পানিশমেন্ট ট্রান্সফার বন্ধ; সাধারণ ডায়েরি ও সাইবার ক্রাইমে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার।
অবরোধ তুলে নেওয়ার সময় আন্দোলনকারীরা জানান, ২৪ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।