সীতাকুণ্ড, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় ট্রেন ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে একই পরিবারের মা-মেয়েসহ তিনজন হতাহতের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকাল তিনটার দিকে সীতাকুণ্ড পৌরসভার মৌলভীপাড়া এলাকায় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই সিএনজিতে থাকা মাসুদা নামে যাত্রীর মৃত্যু হয়। এ সময় নিহত যাত্রীর মেয়ে ও শিশু সন্তানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, মৌলভী পাড়া এলাকায় বিকাল তিনটার দিকে মামাতো শশুর বাড়ি থেকে মৃত ব্যক্তির পরিবারের সাথে দেখা করে ফেরার পথে সিএনজি করে আসছিলেন মাসুদা ও তার এক মেয়ে ও শিশু পুত্র সন্তান। সিএনজি মৌলভী পাড়া এলাকার রেল ক্রসিংয়ে এসে পৌছলে চট্টগ্রামমুখী ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মা মাসুদা মারা যায়। মেয়ে ও শিশু সন্তানকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর সিএনজি চালক পালিয়ে যায়।