রাউজান, চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক সমিতির উদ্যোগে সাধারণ সভা এবং শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জিএম সাদিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আরাফাত রহমান।
সঞ্চালনা করেন পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক সমিতির প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক মো. আসিফুর রহমান।
সাধারণ সভার শেষে বিগত ২ বছরে নতুন যোগদানকৃত, পদোন্নতিপ্রাপ্ত ও উচ্চ শিক্ষা অর্জনকারী শিক্ষকদের সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়।