চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) উদ্যোগে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তাদের জন্য দুই দিনব্যাপী কমোডিটি ডেরিভেটিভসের রেগুলেটরি কাঠামো বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৯-২০ সেপ্টেম্বর ঢাকার বেস্ট ওয়েস্টার্ন হোটেলে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার উদ্বোধন করেন বিএসইসির এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আনোয়ারুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান।
সাইফুর রহমান মজুমদার বলেন, ‘বাজারকে গতিশীল করার জন্য কমোডিটি এক্সচেঞ্জের বিকল্প নেই। আর কমোডিটি এক্সচেঞ্জ সফলভাবে চালু করার জন্য বিএসইসির সক্রিয় এবং সর্বাত্মক ভূমিকা অনস্বীকার্য ।বাংলাদেশে প্রথম কমোডিটি এক্সচেঞ্জ স্থাপনের জন্য সিএসইর টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে কমোডিটি এক্সচেঞ্জের ট্রেডিং কার্যক্রম সম্পাদনের জন্য সিস্টেম প্রায় প্রস্তুত অর্থাৎ কাঠামোগত, টেকনিকেল ও রেগুলেটরি অংশের কাজ প্রায় সম্পন্ন। এখন মক ট্রেডিংয়ের প্রস্তুতি চলছে। একই সাথে আমরা বাজার অংশগ্রহণকারী প্রস্তুতির কাজও করে যাচ্ছি। বিশেষ করে বিনিয়োগের জন্য টেকসই এবং দক্ষ ব্রোকার বা কমিউনিটি তৈরির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘কমোডিটি এক্সচেঞ্জ স্থাপনের জন্য আমাদের প্রস্তুতকৃত সম্পূর্ণ সিস্টেমটির তদারকি এবং যাচাইয়ের জন্য ডিসিফিনটেক নামক একটি ব্রিটিশ প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়া হয়েছে ,যারা এই সিস্টেমটির কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত করবে। আশা করছি, সিএসইর এই প্রচেষ্টার সাথে বিএসইসির সমন্বিত এবং আন্তরিক সহযোগিতার সমন্বয়ে কাঙ্ক্ষিত সময়ে কমোডিটি এক্সচেঞ্জ চালু সম্ভব হবে।’
মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘কমোডিটি এক্সচেঞ্জ স্থাপনের উদ্দেশ্যে বিশেষ উদ্যোগ নিয়ে কাজ করা এবং আজকের এই ওয়ার্কশপ আয়োজন করার জন্য সিএসইকে বিশেষভাবে অভিবাদন জানাচ্ছি। এই ওয়ার্কশপের মাধ্যমে এতে অংশগ্রহণকারী কর্মকর্তারা কমোডিটি এক্সচেঞ্জ বিষয়ক বিস্তারিত ধারণা লাভ করবে। মূলত, এই সম্ভাবনাময় বাজারটি সফলভাবে চালু করার জন্য নলেজ শেয়ারিংয়ের কোনো বিকল্প নেই। আশা করছি, সামনের পথচলায় সিএসই এবং বিএসইসির সমন্বিত উদ্যোগে খুব দ্রুত কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম শুরু হবে।’
কর্মশালায় বিএসইসির ডিরেক্টর মো. আবুল কালাম ও শেখ মাহবুব উর রহমান, অ্যাডিশনাল ডিরেক্টর শেখ মো. লুতফুল কবির ও মোহাম্মদ এমদাদুল হক, ডেরিভেটিভস, সিএমআরআরসি, রেজিস্ট্রেশন এন্ড সারভিলেন্স ডিভিশনের অন্য কর্মকর্তারা অংশ ননে।
কর্মশালায় উপস্থিত ছিলেন সিএসইর জেনারেল ম্যানেজার এন্ড হেড অব বিজনেস প্রমোশন মোহাম্মদ মনিরুল হক, কনভেনার (কমোডটি এক্সচেঞ্জ প্রোজেক্ট) মো. মর্তুজা আলম, এজিএম ও মেম্বার সেক্রেটারি (কমোডিটি এক্সচেঞ্জ প্রোজেক্ট) মো. ফয়সাল হুদাে।