চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও মডেল আবাসিক এলাকা এ-ব্লক কল্যাণ সমিতির উদ্যোগে এভার কেয়ার হাসপাতাল লিমিটেডের সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় সমিতির অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এলাকার মানুষের জন্য, সমাজের জন্য আমাদের দায়বদ্ধতা আছে। যার যার অবস্থান অনুযায়ী এ সমাজের জন্য, এ দেশের জন্য আমাদের কিছু করা উচিৎ। এমন স্বোচ্ছাসেবী কার্যক্রমের মধ্য দিয়ে এলাকার মানুষ উপকৃত হচ্ছে। সামাজিক সংগঠনগুলো যদি মানব সেবার মতো মহৎ কর্মকাণ্ডে এগিয়ে আসে তাহলে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব।’
আবু সুফিয়ান চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চান্দগাঁও আবাসিক এলাকা এ-ব্লক কল্যাণ সমিতির সভাপতি শফিউল হাসান।
এ সময় সমিতির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ফজলুল কবির, কার্যনির্বাহী সদস্য একেএম খুরশীদ আলম, আবু সৈয়দ কায়েস, আজাদ ভুইয়া, আবুল মনছুর, শফিকুল আলম, মো. শাহজাহানসহ সমিতির কর্মকর্তাবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।