চট্টগ্রাম: বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি, বিএনপি নেতা সাঈদ আল নোমানের উদ্যোগে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) রাতে চট্টগ্রাম নগরীর ১৪ নম্বর লালখান বাজার জামেয়াতুল উলুম আল-ইসলামিয়া মাদ্রাসায় খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল হয়।
মাহফিল শেষে এতিম শিশুদের মাঝে তোবারক বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল্লাহ বাহার, নগর বিএনপির সদস্য মোশারফ হোসেন ডিপ্টি, জসিম উদ্দিন জিয়া, শ ম জামাল, নাজিম উদ্দিন,মোশাররফ জামাল, তোফাজ্জল হোসেন, এসএম আজাদ, গোলাম মনসুর, দাদন দড়ি সুরুজ, শহীদুল আলম খসরু, ফারুক সিকদার, সালেহ জহুর, মো. রানা, বশির কোম্পানি, শেখ রাসেল, সাইফুল, রমজান আলী, মোহাম্মদ জিলানী, ফজলুল হক মাসুদ, আব্দুল্লাহ আল ফিরোজ টিপু, মো. সিহাব, দেলোয়ার হোসেন ভোলা, মাহফুজুল হক বাবু, জাহিদ হোসেন, মো. তারেক।