চট্টগ্রাম: ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষ্যে আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় কর্তৃক নতুনপাড়াস্থ বিআরটিএ কার্যালয়ে আলোচনা সভা হয়েছে।
সভায় সড়ক পরিবহন সংশ্লিষ্ট মালিক প্রতিনিধি, শ্রমিক প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধিসহ বিআরটিএ চট্ট মেট্রো সার্কেল-১, চট্ট মেট্রো সার্কেল-২ ও চট্টগ্রাম জেলা সার্কেলের সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম বলেন, ‘বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের আত্মত্যাগের স্পিরিট সকলকে মনে-প্রাণে ধারণ করে একটি প্রকৃতই সুখী, সমৃদ্ধশালী, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে হবে।’
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. তৌহিদুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্ট মেট্রো সার্কেল-২’-এর উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী, বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত-১১’-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ, বিআরটিএ চট্ট মেট্রো সার্কেল-১’-এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. আনোয়ার হোসেন, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার উর্থি।