রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া খিলমোগল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভা বৃহস্পতিবার (২৪ জুলাই) বিদ্যালয়ের মুহাম্মদ আবু জাফর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ জহুরুল আনোয়ার।
প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া হাসিনা জামাল ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি মুহাম্মদ নাসির উদ্দীন নসু। বিশেষ অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজমসা ইলিয়াস, উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ গভর্নিং বডির সদস্য কাজী মোহাম্মদ মিজানুর রহমান ও রাঙ্গুনিয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ হোসেন।
শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ ইসমাইলের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বেলাল হোসেন।
উত্তীর্ণ শিক্ষার্থীদের উৎসাহ এবং অনুত্তীর্ণদের অধ্যবসায়ে অনুপ্রেরণায় অতিথি বক্তা ছিলেন হাসিনা জামাল কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ রোকন উদ্দীন, সহকারী অধ্যাপিকা পারমিতা বড়ুয়া, সহকারী অধ্যাপিকা এসএম কোহিনূর আকতার, সিনিয়র প্রভাষক খায়েজ আহমদ, প্রদর্শক সুজন সাহা, দেবপ্রসাদ দে প্রমুখ।
অনুষ্ঠানে নাসির উদ্দীন বলেন, ‘আমার পিতা মরহুম মোহাম্মদ নূরুল ইসলাম ৭ বার নির্বাচিত জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন। সমাজসেবার প্রারম্ভিকে তিনি ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বারের দায়িত্বসহ অত্যন্ত দক্ষতার সাথে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। আশির দশকে তৎকালীন সরকারের রাষ্ট্রীয় কর্মসূচি ‘স্বনির্ভর আন্দোলন’-এ তার উল্লেখযোগ্য ভূমিকায় মুগ্ধ হয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাঙ্গুনিয়া ইউনিয়নকে ‘স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন’ ঘোষণা করেন। সরকারের খাদ্যোৎপাদন দ্বিগুণ কর্মসূচির সফলতায় তার বলিষ্ঠ নেতৃত্বে গুমাইবিলে ইরিগেশন পাইলট স্কীম, খালখনন কর্মসূচির আওতায় কুলকুরমাই, চেঙ্গখাল ও মহাফেজখাল খনন, স্বেচ্ছাশ্রমে গ্রামীণ অবকাঠামোর নির্মাণ-পুননির্মাণ, ঘরে ঘরে স্বাস্থ্যসম্মত সেনিটেশন, পরিত্যক্ত পুকুর-দিঘী সংস্কারোত্তর মৎস্য চাষ, রাস্তার উভয় পাশে বৃক্ষরোপন ও অনুর্বর স্থানে বনায়ন, নিরক্ষরতা দূরীকরণের বয়স্কশিক্ষা, বিদ্যুতায়ন ও গ্যাস সুবিধা, শান্তিনিকেতন ইউপি প্রশাসনিক এলাকায় পোস্টঅফিস, স্বাস্থ্য কমপ্লেক্স, কৃষি অফিস, ব্যাংকের শাখা ও স্কুল প্রতিষ্ঠায় পৃষ্ঠপোষকতা ও সময়োচিত কার্যক্রম বাস্তবায়ন করে এ ইউনিয়নকে দেশের ‘আদর্শ ইউনিয়ন’-এ পরিণত করেন। মোগলের হাটের পশ্চিম পাশে ইছামতী নদীর গতিপরিবর্তনে সৃষ্ট ভূমিতে আশ্রয়ন প্রকল্পের স্থান নির্ণয় ও তা বাস্তবায়নে ভূমিকা, হাসিনা জামাল মহিলা কলেজ প্রতিষ্ঠার প্রস্তাবিত স্থান মরিয়মনগর থেকে স্বনির্ভর রাঙ্গুনিয়ায় স্থানান্তরসহ কলেজের অবকাঠামো স্থাপন, বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষক নিয়োগ, অ্যাকাডেমিক স্বীকৃতি, স্নাতকে উন্নীত, মহিলা-শিক্ষার পরিবর্তেসহ-শিক্ষা অনুমোদনে তার অবদান সর্বজনবিদিত।’
তিনি আরও বলেন, ‘পৌরসভা সৃষ্টির ফলে কলেজ এবং মজুমদারখীল উচ্চ বিদ্যালয় ইউনিয়ন থেকে পৌরএলাকাভুক্ত হলেও রাঙ্গুনিয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয় ও সাবেক রাঙ্গুনিয়া ইন্দ্রকুমারী বালিকা উচ্চ বিদ্যাপীঠ স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নসংশ্লিষ্ট ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। আমরা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এ তিন উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের রাঙ্গুনিয়ার অন্যতম স্বনামধন্য উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান রাঙ্গুনিয়া হাসিনা জামাল ডিগ্রি কলেজে বিশেষ সুযোগ-সুবিধায় ভর্তির ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে কলেজের শিক্ষাপরিবেশের উন্নয়নসহ বিষয়ভিত্তিক পাঠদানে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের পাশাপাশি নতুন করে অতিথি শিক্ষকের নিয়োগ দেওয়া হয়েছে।
নাসির উদ্দীন বলেন, ‘সম্প্রতি এ বিদ্যালয় কমিটির সভাপতি পদে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক মানবাধিকার গবেষক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার মনোনীত হয়েছেন এবং তিনি দায়িত্ব গ্রহণ করে বিদ্যালয়ের শিক্ষার হৃতগৌরব ও ঐতিহ্য পুনরুদ্ধারে অভিভাবক প্রতিনিধি ও শিক্ষকদের নিয়ে টীমওয়ার্ক শুরু করেছেন। আমরা আশা করি তার দক্ষ পরিচালনায় ও সুষ্ঠু তদারকিতে প্রতিষ্ঠানের শিক্ষাপরিবেশের উন্নয়নসহ সহায়-সম্পদের সুরক্ষা ও অবকাঠামোর যুগোপযোগী উন্নয়ন সাধিত হবে।’