নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মুসলিম নিকাহ ও রেজিস্ট্রার সমিতির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব কাজী মাওলানা মোজাম্মেল হক চৌধুরী বলেছেন, ‘বিবাহ রেজিস্ট্রেশন না হলে মেয়েরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়।’
শনিবার (২৬ জুলাই) বিকালে ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডে নতুন কাজী অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোজাম্মেল হক চৌধুরী আরও বলেন, ‘আমাদের দেশে পুরুষদের বহুবিবাহ রোধ করা যায় কাবিননামার মাধ্যমে। যদি নিকাহনামা রেজিস্ট্রেশন করা থাকে, তবে স্ত্রীকে ফেলে যাওয়া বা অস্বীকার করা সম্ভব নয়। তাই সকলকে আহ্বান জানাই, বৈবাহিক জীবন শুরু করার আগে অবশ্যই বিবাহ রেজিস্ট্রেশন করুন।’
অনুষ্ঠানে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সানাউল্লাহ শিবলী নোমানী।
সভায় সভাপতিত্ব করেন ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডের নিকাহ ও তালাক রেজিস্ট্রার কাজী মাওলানা আজাদুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা কাজী ইয়াসিন, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা নোমান গনি, মাওলানা খালেদ হোসাইন।