চট্টগ্রাম: চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি) ট্রাস্টি বোর্ডের ১১তম সভা শনিবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।
সিবিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য মোহাম্মদ আবদুস সালাম, এসএম আবু তৈয়ব, এএম চৌধুরী সেলিম, মোহাম্মদ ফরহাত আব্বাস ও সেলিম রহমান, সিবিইউএফটির উপাচার্য প্রফেসর মো. ওবায়দুল করিম ও ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী
বোর্ড সভার প্রারম্ভে সিবিইউএফটির ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য এসএম সাজেদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রস্তাব গৃহীত হয়।
সিবিইউএফটি ট্রাস্টি বোর্ডের অন্যতম কয়েকজন বিজিএমইএ পরিচালনা বোর্ডে প্রথম সহ-সভাপতি ও পরিচালক নির্বাচিত হওয়ায় বোর্ড সভায় তাঁদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
সভায় সিবিইউএফটি সিন্ডিকেট ও ফিন্যান্স কিমিটির প্রস্তাবনা ও সুপারিশসমূহ অনুমোদন দেয়া হয়। বিবিএসহ আরো কয়েকটি প্রোগ্রাম চালু করার অগ্রগতি পর্যালোচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস করার লক্ষ্যে প্রয়োজনীয় জমি ক্রয়ের ব্যাপারে বিস্তারিত আলোচনাপূর্বক স্থান নির্বাচন করা হয় এবং এ বিষয়ে একটি কমিটি গঠন করে সার্বিক কর্মকাণ্ড পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম ২০২৫-২৬ সালের বাজেট অনুমোদন দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পড়ালেখার মান উন্নয়নের জন্য ট্রাস্টি বোর্ড প্রয়োজনীয় নির্দেশনা দেয়।