বিনোদন ডেস্ক: ২০১৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন রুপালী পর্দা থেকে রাজনীতির মাঠে খেলতে নামা অভিনেতা ফেরদৌস। এরপর থেকেই আর কোন সংবাদে নেই তিনি। তবে, আচমকা আলোচনা এসেছেন ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত এই অভিনেতা। নিজের বন্ধু ভারতীয় চলচ্চিত্র নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তর জন্য কবিতা লিখেছেন তিনি। ঋতুপর্ণা নিজেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ফেরদৌসের লেখা কবিতা পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন।
গেল ৭ জুন নিজের জন্মদিনে ফেরদৌসের লেখা কবিতার স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করে ঋতুপর্ণা লিখেছেন, ‘আমার প্রিয় বন্ধু এবং পরিবারের সদস্য ফেরদৌসকে জন্মদিনের শুভেচ্ছা। এই সুন্দর উপহারের জন্য (তোমার লেখা কবিতা) ধন্যবাদ।’
ফেরদৌসের কবিতা-
‘‘পুরাতন সবই নতুন
আজ যা নতুন, কাল তা পুরাতন।
পুরাতন পূর্ণতা দেয়, পুরাতন স্মৃতি কাতর করে।
মাঝে মাঝে দীর্ঘশ্বাস ও দেয়।
পুরাতন যেনো এক, মায়ার বাঁধন।
পুরাতন অ্যালবাম, পুরাতন সম্পর্ক, পুরাতন বাড়ি, পুরাতন
স্কুল, পুরাতন কবিতার বই, পুরাতন ফাউন্টেন পেন…
পুরাতন স্মৃতির পাতায় আমরা বেঁচে থাকি।
পুরাতন আমাদের সেই সব দিনগুলিতে নিয়ে যায়।
মায়ের বয়স বারে সাথে বাড়ে অভিমান
আমাদের বাড়ে মায়া, মমতা, আস্থা, দায়িত্ব
আরো বাড়ে উপলব্ধি আর অনুশোচনা।
মায়ের সাথে যত রাগ, অভিমান, অনুযোগ…
সব ছিল ভুল, শুধু মাই ছিল সঠিক।
মাকি কখনো পুরাতন হয়? কক্ষনো না।।
মুহূর্তে মুহূর্তে মা নতুন রূপে আসে। অপরূপা মা।
শত সহস্র বার অঞ্জলী দিয়ে, বিসর্জন দিলে ও মা দুর্গা
কখনো পুরাতন হয় না, দেবী সার্বজনীন, তেমনি মা।
শর্মিলা ঠাকুর কি পুরাতন?
প্রশ্নই ওঠে না, সে তো চির নবীন এক দীপশিখা।
আর ঋতুপর্ণা? অসম্ভব!
সেতো নতুনের চাইতেও নতুন
ঋতু নতুনের কেতন উড়ায়,
নিত্য নতুন বার্তা বয়ে বেড়ায়, বিশ্বময়।
ঋতু নতুন পথ দেখায়, নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়।
ঋতু কখনো হেমন্তের গান, বসন্তের বাতাস, শরতের নীল
আকাশ, শীতের সকালে শিশির বিন্দু আবার
বর্ষায় অঝোর ধারায় বৃষ্টি, বহুররূপে আসে ঋতু।
বন্ধুত্ব কি কখনো পুরাতন হয়?
যত পুরাতন তত বেশী বিশ্বাসী আর আত্মার কাছের হয়।
পারস্পরিক নির্ভরশীলতা বারে।
পুরাতন বন্ধুর জন্য মনটা গভীর মমতায় ভরে উঠে।
বন্ধুর কষ্টে চোখ দুটি ঝাপসা হয়ে আসে।
বন্ধুর সফলতায় আনন্দ অশ্রু গড়িয়ে পড়ে। অজান্তে।
ধন্যবাদ আমার সবচেয়ে পুরাতন শ্রেষ্ঠ বন্ধু
ঋতুপর্ণা সেনগুপ্ত কে, নতুন ভাবে
“পুরাতন” কে ফিরিয়ে এনে সবাইকে চমকে দিয়ে বাংলা
সিনেমাকে আলোকিত করার জন্য।
তোমার পুরো টীমকে অভিনন্দন।
এভাবেই তোমার জয় হউক। আমি আছি তোমার সাথে, তোমার পাশে, ছাতা হয়ে।
ফেরদৌস আহমেদ
তোমার বন্ধু।’’
প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে ঋতুপর্ণা অভিনীত চলচ্চিত্র ‘পুরাতন’। এতে শর্মিলা ঠাকুর তার মায়ের চরিত্রে অভিনয় করেছেন।