সাতকানিয়া, চট্টগ্রাম: ত্যাগী ও মাঠের রাজনীতিবিদরা কখনো নেতাকর্মীদের মন থেকে হারিয়ে যায়না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন।
ঈদুল আযহা উপলক্ষে উত্তর সাতকানিয়া বিএনপির নেতা শফিকুল ইসলাম রাহীর আয়োজনে অনাড়ম্বর পরিবেশে বিএনপির ঈদ পুনর্মিলনী, দোয়া মাহফিল ও প্রীতিভোজ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা এবং খালেদা জিয়ার সুস্থতা কামনায় মঙ্গলবার (১০ জুন) সকালে সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের নুরু মার্কেট সংলগ্ন রাহী ভিলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শফিকুল ইসলাম রাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, সাবেক যুগ্ম আহ্বায়ক লেয়াকত আলী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিএনপির নেতা নাছির উদ্দীন ও শামসুল ইসলাম বাবলু।
অনুষ্ঠানে শাহাদাত হোসেন বলেন, ‘বিএনপিকে নিয়ে সব সময় যে ষড়যন্ত্র হয়েছে, তা আর কোন দলকে নিয়ে হয়নি। এত ষড়যন্ত্র, দমন, নিপিড়ন নির্যাতন চালানোর পরেও নেতাকর্মীদের রেখে খালেদা জিয়া কখনও পালিয়ে যায়নি। কিন্তু আওয়ামী লীগের নেত্রী নেতকর্মীদের রেখে দিল্লিতে পালিয়ে গেছে।’
তিনি আরো বলেন, ‘নির্বাচন যদি সুষ্ঠু, সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়, মানুষ যদি ভোট দিতে পারে তাহলে বিএনপি আবারো ক্ষমতায় আসবে। বিএনপি সরকার গঠন করলে দল-মত ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে।’
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য শাহাদাত বলেন, ‘বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র থেমে নেই।’
গত ১৬টি বছর ফ্যাসিস্ট সরকার কর্তৃক নির্মম অত্যাচার, নির্যাতন, জেল জুলুমের পরেও বিএনপির নেতাকর্মীদের মধ্যে যে ঐক্য ছিল, ঠিক তেমনি এ দেশকে রক্ষা করতে বিএনপির সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
শাহাদাত বলেন, ‘সুবিধাবাদীরা সব সময় ছিল আছে ও থাকবে। সুবিধাভোগীদের বিরুদ্ধে ত্যাগী নেতাকর্মীদের মাথা উঁচু করে দাঁড়াতে হবে। এই শিক্ষাই জিয়াউর রহমান দিয়েছেন।’
দুর্নীতি, গণতন্ত্র, আইনের শাসন, মৌলিক অধিকার মানবাধিকার ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।