ফটিকছড়ি, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ধুরুং খালে গোসল করতে নেমে সাইমন (৭) নামের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ৪ ঘন্টা পর মৃতদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।
শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। বিকাল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
সাইমন ওই এলাকার মো. আইয়ুবের ছেলে।
শিশুটির বড় ভাই সাইমন জানায়, আমার ভাই গোসল করছিল। এ সময় পানির স্রোত বেশি থাকায় সে ডুবে যায়। তাকে বাঁচানোর চেষ্টা করেও পারিনি।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহম্মদ জানান, ধুরুং খালে ডুবে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।