চট্টগ্রাম: খলিলুর রহমান শিশু নিকেতন ও খলিলুর রহমান সাংস্কৃতিক একাডেমির আয়োজনে রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৩০ মে) শিশু নিকেতনে মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন ছড়াকার ও শিশুসাহিত্যিক আফম. মোদাচ্ছের আলী।
পরিচালনা কমিটির সহসভাপতি আবু তৈয়বের সভাপতিত্বে ও অনুষ্ঠান কমিটির আহ্বায়ক সঞ্চিতা বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠান প্রধান ছোটন নাথ। এতে বিশেষ অতিথি ছিলেন খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামশুল ইসলাম সিদ্দিক এবং খলিলুর রহমান সাংস্কৃতিক একাডেমির সাবেক সম্পাদক প্রভাষক ভগীরথ দাশ।
শিশু নিকেতন ও সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলের গজল, নাটিকা, সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়। এতে প্রায় শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।