অভ্র বড়ুয়া: এক অপূর্ব, স্নিগ্ধ শান্তিময় সন্ধ্যার সাক্ষী থাকল আহমেদাবাদ শহর। ইন্ডিয়ান কাউন্সিল অব কালচারাল রিলেশনস (আইসিসিআর) আহমেদাবাদ ও লালভাই দলপতভাই মিউজিয়ামের যৌথ আয়োজনে শুক্রবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হলো এক অনন্য ভারতনাট্যম পরিবেশনা “নর্মাপ্রবাহ”।
এমন ব্যাতিক্রমী প্রযোজনা নারীজীবনের এক অনন্য প্রতীকী উপস্থাপনা, যেখানে নদী নর্মদার প্রবাহ নারীর শৈশব, জীবনের পথচলা, আবেগ, সৌন্দর্য ও অন্তর্নিহিত শক্তির রূপকে তুলে ধরে। জীবনের বিভিন্ন পর্যায়ে নারীর রূপান্তর, তার প্রেম, আত্মা ও শক্তিকে নর্মদার ধারার সঙ্গে তুলনা করে এক গভীর ও আধ্যাত্মিক অভিজ্ঞতা সৃষ্টি করে এই নৃত্যনাট্য। নারীর আত্মা যেমন জীবনের বিভিন্ন বাঁকে রূপান্তরিত হয়, ঠিক তেমনি নর্মদাও তার নিজস্ব গতিপথে মিলিত হয় বিশাল সমুদ্রে এই মিলন এক আত্মিক বন্দনা ও অপূর্ব উপাখ্যান।
নৃত্যনাট্যটির মনোমুগ্ধকর পরিবেশনার ভাবনা ও নৃত্যরূপায়ণ করেন গুণী ভরতনাট্যম নৃত্যশিল্পী খুশি লাঙ্গালিয়া। তাঁর সঙ্গে মঞ্চে নৃত্য নিবেদন করে মাতান জায়না শাহ, মাহেক শাহ, গোপী জোশী ও রমা মেনন। প্রত্যেকের ভাব, তাল ও আবেগপ্রবণ নিবেদন উপস্থিত দর্শকদের হৃদয়কে আন্দোলিত করে। অন্যতম আকর্ষণ ছিলো মন ছুঁয়ে যাওয়া সঙ্গীত ব্যবস্থাপনা।
আমার চোখে, “নর্মাপ্রবাহ” শুধুমাত্র নৃত্যপ্রদর্শনী নয়, বরং নারীজীবনের এক নান্দনিক উৎসব, যেখানে আধ্যাত্মিকতা, শিল্প ও নারীত্ব একত্রিত হয়ে সৃষ্টি করে চিরন্তন সুর।
এই ধরনের শিল্পভিত্তিক উদ্যোগ ভবিষ্যতেও আমাদের মননে ও সংস্কৃতির ধারায় আশার আলো জ্বালাবে- এটাই প্রত্যাশা রাখি।