ঢাকা: দেশের জনগণ ডিসেম্বরের মধ্যেই ভোট দেয়ার জন্য উদগ্রীব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে গুলশান বিএনপির চেয়ারপার্সন অফিসে, বাংলাদেশ জনঅধিকার পার্টি ও গণতান্ত্রিক বাম ঐক্যের সাথে বিএনপির লিয়াঁজো কমিটি বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।
আমীর খসরু বলেন, ‘দেশ সংস্কার একটি চলমান প্রক্রিয়া তাই নির্বাচনের পরও সংস্কার সম্ভব।’
এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর কী কী বিষয়ে ঐকমত্য হয়েছে, সেটি জনগণের সামনে প্রকাশ করার অনুরোধ করেন তিনি।