চট্টগ্রাম: কানুনগোপাড়া তরুণ সংঘের নতুন কার্যকরী পর্ষদ গঠিত হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বোয়ালখালী উপজেলার অন্তর্গত কানুনগোপাড়া গ্রামের তরুণ সংঘ ক্লাবের প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ পর্ষদ গঠিত হয়।
২০২৫-২৭ মেয়াদে আগামী ৩ বছরের জন্য প্রকৌশলী চন্দন চক্রবর্ত্তী সভাপতি এবং রাজীব দে সাধারণ সম্পাদক ও সুচয়ন পাঠক অর্থ-সম্পাদক নির্বাচিত হয়।
নতুন কার্যকরী পর্ষদের উপদেষ্টামন্ডলী মাস্টার রনজিত দে, মাস্টার রতন রক্ষিত, প্রফেসর হরিধন চক্রবর্তী মিলন দে, নারায়ণ চক্রবর্তী, সুদর্শন চক্রবর্তী, দেবাশীষ পাঠক, শুভংকর দে, সঞ্জয় দের উপস্থিতিতে নতুন কার্যকরী পর্ষদ গঠন করা হয়।
নতুন কার্যকরী পর্ষদ সংগঠনের উন্নয়ন এবং সমাজের জন্য বিভিন্ন সেবামূলক কার্যক্রমসহ শিক্ষণীয় কার্যক্রম পরিচালনা করার আশা ব্যক্ত করেছে। সংগঠনের বর্তমান ডাক্তারদের নিয়ে শিগগির হেলথ ক্যাম্প আয়োজন করার আশা ব্যক্ত করেছে পর্ষদ।
















