এ কেমন চরিত্র তোমার সখি
বুঝি না আমি কিছুই যার,
যখন যার কাছে যাও তুমি
হয়ে যাও তখন তুমি তার।
শিক্ষকের হাতে যখন তুমি
জ্ঞান বিলাও অবারিত,
তোমার হাত ধরে জ্ঞানালয়
হয় জনে জনে মুখরিত।
সৎ বিচারকের হাতে তুমি যখন
বিচার তখন হয়ে যায় খাস,
কিন্তু আবার অসতের হাতে পড়ে
অপরাধী পেয়ে যায় খালাস।
বিচারালয়ে কখনো কখনো
মজলুমের মুখে ফোটে হাসি,
অসতের হাতে পড়ে কেউ আবার
পরে গলায় ফাঁসির রশি।
তুমি যাও যখন মন্ত্রীর হাতে
হয় কোটি টাকার দুর্নীতি,
দেশের সম্পদ লুটে যায় সব
বিলুপ্ত হয়ে যায় সুনীতি।
অফিস আদালত সবখানেতে
তোমার বিচরণ অবারিত,
খারাপের পাল্লায় পড়ে তখন
তুমি হয়ে যাও বিসর্জিত।
সৎ মানুষের সাথে যখন
হয় তোমার যাত্রা,
পৃথিবীটা তখন সুন্দর হয়ে যায়
ফিরে পায় এক নতুন মাত্রা।
















