চট্টগ্রাম: ফিলিস্তিনে ইসরাইলি বর্বর গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আজ সোমবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস চট্টগ্রাম সিটির বায়েজিদ আরেফিন নগরে ইউনিভার্সিটির সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক প্রকৌশলী ড. মোজাম্মেল হক, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, রেজিস্ট্রার এএফএম মোদাচ্ছের আলী, অধ্যাপক ড. শওকতুল মেহের, অধ্যাপক আশুতোষ নাথ, সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
কর্মসূচির অংশ হিসেবে গাজাবাসীদের প্রতি সংহতি প্রকাশ করে সোমবার সকল শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।