খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য খোকনেশ্বর ত্রিপুরা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে খাগড়াছড়ি জেলা শহরের স্লুইচ গেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে খাগড়াছড়ি সদর থানা পুলিশ।
পুলিশ জানায়, খোকনেশ্বর ত্রিপুরার বিরুদ্ধে গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার উপর হামলা ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার বাসভবনসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় একাধিক মামলা রয়েছে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা বলেন, নাশকতার প্রস্তুতিকালে তাকে গ্রেপ্তার করা হয়। অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
সি-বার্তা/এটি