ফেসবুক এসে অনলাইনে নগরীর বায়েজিদ বোস্তামি থানার ওসি আরিফকে মারার হুমকি দেওয়া ঘটনায় সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরতে পুরস্কারের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)। গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ (২৫) কে আইনের আওতায় আনার জন্য যে/যারা তার অবস্থান সংক্রান্তে সঠিক তথ্য দিয়ে/গ্রেফতারে পুলিশকে সহায়তা করবে তাকে/তাদেরকে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের পক্ষ থেকে উপযুক্ত অর্থ পুরস্কারে পুরস্কৃত করা হবে। একই সাথে সংবাদদাতার/তথ্যদাতার/গ্রেফতারে সহায়তাকারীর পরিচয় গোপন রাখা হবে।