চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির সিআরবির বয়লার বস্তি ও ফলমণ্ডি কলোনি এলাকায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, মাদক ও নগদ ১৫ লাখ টাকাসহ পাঁচজন দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) সকালে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেডের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মূলত মাদক ব্যবসায়ীদের আটক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ অভিযান চালানো হয় বলে জানায় যৌথবাহিনী।
আটককৃতদের বিরুদ্ধে সিআরবি এলাকায় দীর্ঘ দিন ধরে মাদকের অবৈধ ব্যবসায় করার অভিযোগ রয়েছে।
আটক পাঁচজনকে পুলিশের কাছে হস্তান্তর এবং জব্দ করা মাদক, মোবাইল ও টাকাসহ সরঞ্জামদি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।