ঢাকা: আগামী বছরের ১ জানুয়ারি থেকে স্মার্ট কার্ডের মাধ্যমে ট্রেডিং করপোরেশন বাংলাদেশের (টিসিবি) পণ্য পাওয়া যাবে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র হুমায়ুন কবির। শনিবার (৯ নভেম্বর) সকালে তেজগাঁও সাত রাস্তায় টিসিবির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, আসন্ন রমজানে টিসিবি পণ্যের মধ্যে প্রতি বছরের মত খেজুর ও ছোলা দেওয়া হবে। জানুয়ারির মধ্যে এসব পণ্য গুদামে চলে আসবে।
হুমায়ুন কবির আরো বলেন, ‘বিগত সরকারের আমলে ফ্যামিলি কার্ডে যে ঝামেলা ছিল, তার সমাধানে সব জেলার প্রশাসককে চিঠি লেখা হয়েছে। বর্তমানে এক কোটি পরিবারকে দেওয়ার পরও সরকারের নির্দেশে ঢাকায় ৫০টি স্পটে ও চট্টগ্রামে ২০টি ট্রাকে পণ্য দেওয়া হচ্ছে।’
প্রয়োজন হলে এর পরিমাণ আরো বাড়বে বলেও জানান তিনি।
হুমায়ুন কবির বলেন, ‘টিসিবির বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নের জন্য প্রতি মাসে ২০ হাজার মেট্রিক টন মসুর ডাল, দুই কোটি লিটার ভোজ্য তেল, দশ হাজার মেট্রিক টন চিনি ও রমজানের সময় দশ মেট্রিক টন ছোলা, প্রায় দেড় হাজার মেট্রিক টন খেজুর, এছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় আমদানির মাধ্যমে পুরো দেশে পেঁয়াজ ও আলু বিক্রি করে থাকে। এই বিশাল কর্মযজ্ঞ পালনের জন্য টিসিবির গুদামগুলোতে সাপ্তাহিক বন্ধের দিনগুলোসহ প্রতিদিন রাত আটটা থেকে নয়টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, ‘এক কোটি কার্ডধারীদের পণ্য প্রদানের পাশাপাশি বর্তমানে টিসিবি গার্মেন্টস শ্রমিকদের পণ্য প্রদানের জন্য বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় ও বিজিএমইএ’র সাথে কাজ করছে।’
আসন্ন রমজান মাস উপলক্ষ্যে টিসিবি বৈদেশিক আমদানি ও স্থানীয় ক্রয়ের মাধ্যমে পণ্য সংগ্রহের আগাম প্রস্তুতি নিয়েছে বলে জানান তিনি।
















