চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির আকবর শাহ থানাধীন বিশ্বকলোনী কাঁচাবাজার এলাকায় জামাল সাহেবের গোডাউন সংলগ্ন স্থানে নাম বিহীন পলিথিন কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সাথে কর্ণেল হাট কাঁচাবাজার থেকে প্রায় ১১৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং এক হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে।
রোববার (৩ নভেম্বর) গোপন সংবাদে ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয় এ অভিযান চালায়। অভিযানের নেতৃত্বে ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাফিল জাহান।
অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পক্ষ থেকে প্রসিকিউশন দেন পরিদর্শক মো. মনির হোসেন। অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলাম ও ঊর্মি সরকার, হিসাবরক্ষণ কর্মকর্তা শাহজাদা মো. সামসুজ্জামান, সিনিয়র টেকনিশিয়ান মো. ওমর ফারুক উপস্থিত ছিলেন।
অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবহার থেকে বিরত থাকতে জনসাধারণের মাঝে জনসচেতনতা সৃষ্টি করা হয়।