চট্টগ্রাম: শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ৭৫ জন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে ৭৫ জনকে বিভিন্ন মেয়াদের বহিষ্কার করা হয়েছে। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মী বলে জানা গেছে।
ছাত্রাবাসে অবৈধ অনুপ্রবেশ, অবৈধভাবে রুম দখল, অঙ্গীকার ভঙ্গ, মারধর ও সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকা, মেডিকেল কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট করা সর্বোপরি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
১৪ জন ইন্টার্নসহ ছাত্রলীগের ৭৫ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।
চমেক সূত্রে জানা গেছে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী, ১৪ জন ইন্টার্ন চিকিৎসকসহ চমেকের বিভিন্ন শিক্ষা বর্ষের ৭৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।
ব্যাপারটি নিশ্চিত করে চমেকের অধ্যক্ষ ডাক্তার জসিম উদ্দিন বলেন, ‘বিভিন্ন অভিযোগের বিষয়ে তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ৫১ ব্যাচ, ৬০ ব্যাচ এমবিবিএসসহ বিভিন্ন ব্যাচের ১৪ জন ইন্টার্ন চিকিৎসকসহ কলেজের বিভিন্ন বর্ষের ৭৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তারা সবাই ছাত্রলীগের নেতা-কর্মী।’