কোভিত-১৯ বা করোনা ভাইরাস সংক্রমন থেকে রক্ষা পেলনা বিলাইছড়ি বাসীও।করালগ্রাসে এলাকাবাসী। হানা দিয়েছে উপজেলা প্রশাসন ইউএনও অফিসেও। উপজেলায় এ যাবৎ বিভিন্ন সময়ে ১০৪ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ১৭ জনের। যা শনাক্তের হার ১৩% এর উপরে। ২০২০ সলের শেষের দিকে কোন করোনা রোগী শনাক্ত না হওয়ায় নিঃসংকোচে ছিল আপামর জনগণ। কিন্তু সম্প্রতি জুন মাসের শেষের দিকে জুলাইয়ের শুরুতে আবারও করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট মো. ইউনুস জানান, তিনি জানান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এন্টিজেন ল্যাবে আজ পর্যন্ত ১৬ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের ৩ জনের মধ্যে ১ জন মো. সাব্বির, তিনি ২নং কেংড়াছড়ি ইউনিয়নের বাসিন্দা। আরেকজন ইউএনও অফিসের কম্পিউটার সাঁটমুদ্রাঅক্ষারিক মো, মনির ও অন্যজন কম্পিউটার মুদ্রাঅক্ষারিক,বিটু চাকমা।তিনি শনাক্তে নমুনা পরীক্ষায় আরও বাড়তে পারে বলে চট্টগ্রাম নিউজ ডটকম জানান।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান সঙ্গে ফোনে কথা বললে তিনি বলেন, আমাদের অফিস থেকে দুইজন করোনা শনাক্ত হয়েছ।তাদেরকে উপজেলা রিসোর্টে আইসোলেশনে রাখা হয়েছে। আর আমারও সামান্য জ্বর, সর্দি ছিন নমুনা পরীক্ষায় নেগেটিভ আসলেও সন্দেহ থাকায় দূরত্ব বজায় রেখে চলছি। তিনি সবাইকে স্বাস্থ্য বিধি মানার নির্দ্দেশা ও পরামর্শ দেন।