রাউজান, চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনের অংশ হিসেবে হয়রত মুহাম্মদের (সা.) জীবনী ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের একাডেমিক কাউন্সিল কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্যের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত ও পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক সুদীপ কুমার পাল।
সভায় মুহাম্মদের (সা.) জীবনী ও কর্ম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন চুয়েট কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা হাফেজ ক্বারী মাওলানা নুরুল্লাহ। শুরুতে কুরআন থেকে তিলাওয়াত ও তরজমা করেন চুয়েট কেন্দ্রীয় সিনিয়র ইমাম মাওলানা মফিজুর রহমান।
সভায় সঞ্চালনা করেন চুয়েটের উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান।
















