চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩৩তম কমিশনার হিসেবে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিয়েছেন উপ-পুলিশ মহাপরিদর্শক হাসিব আজিজ। এ উপলক্ষে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা নতুন কমিশনারকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন।
পরবর্তী নতুন কমিশনার সিটির দামপাড়াস্থ সিএমপির সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মত বিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি কর্মকর্তাদেকে ন্যায়-নিষ্ঠা ও সততার সঙ্গে জনবান্ধন পুলিশিং করার নির্দেশনা দেন।
সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আসম মাহাতাব উদ্দিন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) আবদুল মান্নান মিয়া; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মাসুদ আহাম্মদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (অপারেশন্স) মো. আব্দুল ওয়ারীশ; উপ-পুলিশ কমিশনার (সদর) এসএম মোস্তাইন হোসেন উপস্থিত ছিলেন।
হাসিব আজিজ শরীয়তপুরের একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার পিতা এম আজিজুল হক বাংলাদেশ পুলিশের একজন প্রাক্তন আইজিপি। তিনি ১৯৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমকম ও ২০০৫ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হাল থেকে এমএ ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন। সিএমপিতে যোগ দেয়ার আগে তিনি সিআইডির ডিটেক্টিভ ট্রেনিং স্কুলে কর্মরত ছিলেন।