হাটহাজারী, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় গেল আওয়ামী লীগ সরকারের আমলে নৌকা প্রতীকের প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছিলেন তিন নম্বর মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন খাঁন। গেল ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পতন হলে সে ভারতে পালিয়ে যায়।
রোববার (১৮ আগস্ট) আকতার হোসেন খানকে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ছাত্র-জনতা ঘেরাও করতে গেলে বিএনপি মির্জাপুর ইউনিয়নের সদস্য জাকের হোসেন সরাসরি তার পক্ষে নেয় এবং মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের চারজন নেতা-কর্মীর পর তার নেতৃত্বে হামলা করা হয়।
এ কারণে বিএনপি মির্জাপুর ইউনিয়নের প্রাথমিক সদস্য পদসহ উপদেষ্টা পরিষদ ও বিএনপির সব পর্যায়ের পদ থেকে জাকের হোসেন বহিষ্কার করা হয়েছে।
রোববার (১৮ আগস্ট) হাটহাজারী উপজেলার বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ ও সদস্য সচিব মো. গিয়াসউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে বহিস্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীর তার সঙ্গে কোন ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেয়া হয়।