সমীরণ চাকমা, রাঙ্গামাটি প্রতিনিধি: সারা দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের দেওয়া সাত দিনের কঠোর লকডাউনের তৃতীয় দিন আজ।
এদিকে রাঙ্গামাটিতে সাপ্তাহিক হাটের বাজারের দিন হওয়ায় সকাল থেকে মাঠে রয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। তিনি রিজার্ভ বাজার, বনরুপা, তবলছড়িসহ শহরের বিভিন্ন বাজার পরিদর্শন করেন।
আজ শনিবার (৩ জুলাই) পরিদর্শনকালে তিনি বলেন, রাঙ্গামাটিবাসী স্বাস্থ্য বিষয়ে অনেক সচেতন।
রাঙ্গামাটিবাসী প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের কম হয়, আর বের হলেও তারা মাস্ক ব্যবহার করছে। রাঙ্গামাটিবাসী আর একটু সচেতন হলে আমরা এই করোনাভাইরাস থেকে রক্ষা পাব। তিনি আরো জানান, মানুষকে সচেতন করতে জেলা প্রশাসনের ৫টি মোবাইল টিমসহ সেনাবাহিনী, বিজিবি, আনসার ও পুলিশ কাজ করছে।
এ সময় তারা বিভিন্ন পয়েন্টে গাড়ী চেক পোষ্ট চেক করাসহ অকারণে যারা ঘুরাঘুরি করছে, তাদের বাড়ীতে পাঠিয়ে দেয়।
রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় পুলিশের বেশ কয়েকটি টিম থাকলেও মাঠে মোবাইল টিমে রয়েছে সেনাবাহিনী ও পুলিশ।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে পুলিশ, আর্মড ব্যাটালিয়নের, ব্যাটালিয়ন আনসার বিজিবি সদস্যরা উপস্থিত রয়েছেন। এদিকে, লোকজন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সংগ্রহ করতে বের হলেও মোবাইল টিমের প্রতিরোধের মুখে পড়তে হয়েছে।