নগরীর বাকলিয়া থানার পূর্ব বাকলিয়ার আবদুল লতিফ হাটখোলা এলাকায় কবরস্থানের দখলকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ১৩ জন আহত হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ ৪ জন কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার (১১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে একটি গ্রুপ কবরস্থানে সাইনবোর্ড লাগাতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- মো. মাসুদ (২৮), আবদুল্লাহ কাইছার (৩৯), মো. মুরাদ (২৫) ও মো. ফয়সাল (২৮)।
স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে বড় মৌলভী কবরস্থানের দখল নিয়ে বড় মৌলভী বাড়ির লোকজন ও স্থানীয় ইয়াকুব আলী বাড়ীর লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল।আজ সকালে একটি গ্রুপ কবরস্থানে সাইনবোর্ড লাগাতে গেলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ
বাধে। এসময় উভয় পক্ষ ধারালো অস্ত্র ব্যবহার করে।
আহতরা হলেন- মো. জাহাঙ্গীর (৪২), মো. তৈয়ব (২৮), জয় (১৪), শহিদুল্লাহ (৩৮), রিয়াজ উদ্দিন (২০), মো. আসিফ (২৪), মান্নান (৩৯), শাহাব উদ্দিন শাওন (২৫) ও মো. সামাদ (২২)।
বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, আজ সকালে পূর্ব বাকলিয়ায় কবরস্থানের দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে চারজন গুলিবৃদ্ধসহ ১৩ জন আহত হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সংঘর্ষের সময় কারা গুলি ব্যবহার করেছে তাদের চিহ্নিত ও গ্রেফতার করতে অভিযান চলছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, দুপুর ১২টার দিকে বাকলিয়ায় সংঘর্ষে আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগের চিকিৎসকরা তাদেরকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করে দেন।
তিনি আরো বলেন, সংঘর্ষে গুলিবিদ্ধ ও আহত সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।