চট্টগ্রাম: সিটির পাঁচলাইশ এলাকায় সড়কে শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা শিক্ষার্থীদের সঙ্গে বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকালে শুভেচ্ছা বিনিময় করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মিঠু। তিনি তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এ সময় আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মিঠু।
তিনি বলেন, ‘ধ্বংস নয় প্রতিহিংসা নয় প্রতিশোধ নয়। বরং, তারুণ্যকে প্রাধান্য দিয়ে শান্তি, প্রগতি আর সাম্যের বাংলাদেশ নির্মাণে ভালবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার জন্য সবাইকে অতীতের মত ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।’
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা ইফাদ আহমেদ রাসেল, রাসেল সরকার, আইন কলেজ ছাত্রদল নেতা ইব্রাহিম, পাঁচলাইশ থানা ছাত্রদল নেতা ইরফান উদ্দিন সাগর, শাকিল, রিয়াদ।