সীতাকুণ্ড, চট্টগ্রাম: সীতাকুণ্ড-৪ আসনের সাংসদ এসএম আল মামুন কর্তৃক জঙ্গল সলিমপুর ছিন্নমূলের ২৪ হাজার ভূমিহীন পরিবারকে সহজ কিস্তিতে স্থায়ী বন্দোবস্তির দাবি জাতীয় সংসদে উপস্থাপন করায় আনন্দ র্যালি ও সংবাদ সম্মেলন হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) জুমার নামাজের পর চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তীবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের উদ্যোগে র্যালি শেষে সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি মো. গাজী ছাদেকুর রহমান লিখিত বক্তব্য পড়েন।
লিখিত বক্তব্য তিনি দেশে একজনই ভূমিহীন থাকবে না প্রধানমন্ত্রী ঘোষণার আলোকে এসএম আল মামুনের উদ্যোগে সলিমপুর মৌজায় বসবাসকারী ২৪ হাজার ছিন্নমূল পরিবারগুলোকে সরকারি নীতিমালা অনুযায়ী মৌজামূল্যে পাঁচ শতক জায়গা সহজ কিস্তিতে স্থানীভাবে বন্দোবস্ত প্রদান দাবি জানান ।
সংসদে ছিন্নমূল মানুষের পক্ষে কথা বলায় পরিষদের পক্ষ থেকে আনন্দ র্যালি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক গোলাম গফুর, স্থানীয় আওয়ামী লীগের নেতা ইস্রাফিল, আল আমিন সাগর, শাহ আলম, মীর আরমান, মো. কাউছার, মো. মিজানুরু কদর, মো. আমিন, মো. রানা হায়দার।