চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে যোগ দিয়েছেন উপ-পুলিশ মহাপরিদর্শক মো. সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার (৪ জুলাই) সিএমপির ৩২তম কমিশনার হিসেবে দায়িত্ব নেন তিনি। এ সময় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা নতুন নিযুক্ত সিএমপির কমিশনারকে ফুলে শুভেচ্ছায় বরণ করে নেন। পরবর্তী সিটির দামপাড়াস্থ সিএমপির সদর দপ্তরে পুলিশের চৌকষ দল সশস্ত্র সালাম দেয়।
পরবর্তী সিএমপির কমিশনার দামপাড়াস্থ পুলিশ লাইন্সের জনক চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আসম মাহাতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মাসুদ আহাম্মদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিএমপিতে যোগদানের পূর্বে সাইফুল ইসলাম এমআরটি পুলিশের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়াও, তিনি বরিশাল ও বরগুনা জেলার পুলিশ সুপার এবং সিএমপিতে ২০১২-২০১৪ সাল পর্যন্ত তিনি উপ-পুলিশ কমিশনার (বন্দর) হিসেবে দায়িত্ব পালন করেছেন।