চট্টগ্রাম: সিটির এয়ারপোর্ট রোডের উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
রোববার (৩০ জুন) বিকালে এয়ারপোর্ট রোড ও রোডের পাশের্র খালসহ বিভিন্ন উন্নয়ন কাজ সরেজমিনে প্রত্যক্ষ করেন মেয়র। এ সময় তিনি সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে উন্নয়ন কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ও কাজের গুণগত মান যাচাই করেন।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরী, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান প্রকৌশলী শাহিন-উল-ইসলাম চৌধুরী, তত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী।