তার হাসিতে পাগল ভক্তরা। রূপের যাদুতে খুন হন ভক্তরা। নাচের জন্য বলিউডের শীর্ষে অবস্থানটাও তারই। তিনি মাধুরী দীক্ষিত। অথচ সেই মাধুরীর বিরুদ্ধেই নাচ জানেন না এমন অভিযোগ ওঠে।
প্রয়াত কোরিওগ্রাফার সরোজ খানই নাকি পরিচালক সুভাষ ঘাই এর কাছে অভিযোগ করেছিলেন মাধুরী নাচতে জানেন না!
অথচ সরোজ খান এবং মাধুরী দীক্ষিত গুরু শিষ্যের এই হিট জুটির সাক্ষী ছিল ৯০ দশকের বলিউড। সরোজ খানের নাচের সূক্ষ্মাতিসূক্ষ্ম ছন্দ যেন জীবন্ত রূপ পেত মাধুরীর নাচে।
তথ্যটি ফাঁস করলেন খোদ পরিচালক ঘাই! অভিনয়ের সঙ্গে নাচও মাধুরী দীক্ষিত নেনের ক্যারিয়ারের সাফল্যের সঙ্গে অনেকাংশে জড়িত। সরোজ খানই নন, বিখ্যাত পরিচালক সুভাষ ঘাইয়েরও মাধুরীর প্রতিভা প্রকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সম্প্রতি সুভাষ ঘাই ডান্স রিয়েলিটি শো, ডান্স দিওয়ানের সিজন ৩-এর বিশেষ অতিথি হয়ে এসেছিলেন।
তিনি বলেন, অনেকেই জানেন না যে একবার শুটিং চলাকালীন সরোজ খান মাধুরীর সম্পর্কে ঘাইয়ের কাছে অভিযোগ করেছিলেন। পুরোনো স্মৃতির গলিতে হাঁটতে হাঁটতেই পরিচালক স্মরণ করেন, বলিউডের বড় পর্দার মোহিনী যখন চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন, তখন সরোজ খান তার সম্পর্কে প্রচুর অভিযোগ করেছিলেন। ১৯৮৭ সালে চেন্নাইতে উত্তর দক্ষিণ ছবির শুটিং চলাকালীন সরোজ খানের দিক থেকে মাধুরীকে নিয়ে অভিযোগ আসে। সরোজ খান পরিচালককে বলেন যে মাধুরী অভিনয় ভালো করেন, কিন্তু তিনি কীভাবে নাচতে হয় তা একেবারেই জানেন না। যদিও মাস্টারজি-র কথা মানতে পারেননি পরিচালক।
তিনি দ্রুত চেন্নাইতে উড়ে এসে মাধুরির কোনও সমস্যা হচ্ছে কিনা জিজ্ঞাসা করেন। অভিনেত্রী জানান যে তিনি গানের ভাষা এবং স্টাইল বুঝতে পারছেন না বলেই গানটি ঠিকমতো ফুটিয়ে তুলতে পারছেন না। পরিচালক ঘাই তখন অভিনেত্রীকে সরোজ খানের মুখের ভঙ্গি ভালো করে লক্ষ্য করার পরামর্শ দেন। এর পরই মাধুরী সংশ্লিষ্ট গানটিতে সরোজ খানের কোরিওগ্রাফিতে পারফর্ম করতে পারেন।