হাটহাজারী, চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের উদ্যোগে ‘বাংলাদেশের পঞ্চাশ বছর’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ জুন) সকালে চবির উপাচার্যের দপ্তরের সিনেট রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোড়ক উন্মোচন করেন চবির উপাচার্য প্রফেসর মো. আবু তাহের। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবির উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. সেকান্দর চৌধুরী, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে।
চবি গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের পরিচালক প্রফেসর আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে ও চবির বাংলা বিভাগের প্রফেসর মোহাম্মদ আনোয়ার সাঈদের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন চবির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর রাশেদ মোস্তাফা, স্বাগত বক্তব্য দেন চবি গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের সদস্য প্রফেসর মো. শাহেদুর রহমান, শুভেচ্ছা বক্তব্য দেন ‘বাংলাদেশের পঞ্চাশ বছর’ শীর্ষক গ্রন্থের প্রবন্ধ লেখক চবির রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর একেএম মাহফুজুল হক (মাহফুজ পারভেজ), চবির ইতিহাস বিভাগের প্রফেসর ও চবি প্রেসের প্রশাসক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ও লোকপ্রশাসন বিভাগের প্রফেসর আমীর মুহাম্মদ নসরুল্লাহ।
উপাচার্য চবি গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের উদ্যোগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর গ্রন্থ প্রকাশ করায় চবি গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের পরিচালক, প্রবন্ধ লেখকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
প্রধান অতিথির বক্তৃতায় অনুষ্ঠানে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান গবেষণার সর্বোচ্চ প্রতিষ্ঠান। জ্ঞান সৃজন, বিতরণ, সংরক্ষণ ও সৃজিত জ্ঞান দেশ-জাতির কলাণে প্রয়োগই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মুল লক্ষ্য।’
উপাচার্য আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে ও বিশ্ব র্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান জানান দিতে গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই।’
উপাচার্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে ও চতুর্থ শিল্প বিপ্লবে নিজেদের সম্পৃক্ত করতে উদ্ভাবনী মেধাকে কাজে লাগিয়ে সময়োপযোগী ফলপ্রসু গবেষণার মাধ্যমে গবেষণালব্ধ জ্ঞান দেশ-জাতির কল্যাণে ছড়িয়ে দিয়ে দেশের আত্ম-সামাজিক উন্নয়নে অবদান রাখার আহবান জানান।
তিনি ‘বাংলাদেশের পঞ্চাশ বছর’ শীর্ষক গ্রন্থে প্রবন্ধ লেখকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষা-গবেষণা ও উদ্ভাবনে অধিকতর সম্পৃক্ত হওয়ার আহবান জানান।
প্রসঙ্গত, ৬২৬ পৃষ্ঠার ‘বাংলাদেশের পঞ্চাশ বছর’ শীর্ষক সম্পাদিত গ্রন্থে বাংলা ও ইংরেজি ভাষায় রচিত ৩২ টি গবেষণা প্রবন্ধ স্থান পেয়েছে।
















