চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির কালুরঘাট ফেরিঘাটের বেইলি ব্রিজে টেম্পোর ধাক্কায় কলেজছাত্রী ফাতেমা তুজ জোহরার নিহতের ঘটনায় চালক রেজাউল করিম জিসানকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে ওই চালককে আদালতে সোপর্দ করা হয়।
এর পূর্বে, সোমবার (২৯ এপ্রিল) রাতে নিহত কলেজ শিক্ষার্থীর ভাই মো. রফিকুল ইসলাম বাদী হয়ে টেম্পো চালকের বিরুদ্ধে ৯৮/১০৫ সড়ক পরিবহন আইনে বোয়ালখালী থানায় মামলা করেন।
এ ব্যাপারে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, ‘ঘটনার পরপরই টেম্পোটি জব্দ ও চালককে আটক করা হয়। মামলার পর চালককে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।’
এর পূর্বে, সোমবার (২৯ এপ্রিল) সকাল দশটার দিকে বোয়ালখালী থেকে শহরের কলেজে যাওয়ার পথে কালুরঘাট ফেরিঘাটের বেইলি ব্রিজে টেম্পের ধাক্কায় শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরার মৃত্যু হয়।