মোহাম্মদ আজিজ পরম মমতায় পাঁচ বছর ধরে চট্টগ্রামের বায়েজিদ কুঞ্জছায়া আবাসিক এলাকার ১নম্বর রোডের ভাড়া বাসায় লালন পালন করে বড় করে তুলেছেন আদরের গরু-‘বিজয়কে’।তার স্ত্রী পরম মমতায় গরুটির নাম রেখেছেন ‘বিজয়’।
ইতিমধ্যে বিজয় (গরু) লাভ করছে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের হৃদয়। তাই দূর দুরান্ত থেকে প্রতিনিয়ত ক্রেতারা ফোনে যোগাযোগ করছে গরুরটির মালিক আজিজের স্ত্রী হামিদা বেগমের সাথে। দেখতে আকর্ষণীয় বিজয় লাল কালো বর্ণের বিশাল আকৃতির। দেহের উচ্চতা লম্বা লব্বি ৫ ফুট ও পাশ থেকে প্রায় সাড়ে নয় ফুট। সুঠাম দেহের গরুটি নজর খাড়া সৌন্দর্য্যে নিয়মিত কাছে টানছে ক্রেতাদের।
মোঃ আজিজ ও হামিদা বেগম নিজ সন্তানের মত লালন পালন করে বড় তুলেছিলেন বিজয়কে। ওজনে আনুমানিক ১২’শ কেজি জানান মোঃ আজিজ ও হামিদা বেগম।
এইবারের কোরবানি ঈদে বিজয়ের দাম হাঁকানো হয়েছে ২৫ লাখ টাকা। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরুটি কিনতে আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই।
প্রাকৃতিক ও দানাদার খাবার খাইয়ে বড় করা হয়েছে বিজয়কে (গরুকে)। বছর পাঁচেক আগে শখের বসে ফার্ম থেকে কেনা হয় ছোট্ট বিজয়কে। এরপর দীর্ঘ পাঁচ বছর কঠোর পরিশ্রমের মাধ্যমে লালন পালন করে বড় করা হয়েছে।
গরুটির নাম বিজয় নামকরণের ব্যাপারে জানতে চাইলে প্রথম থেকেই এটির নাম বিজয় রাখা হয়েছে বলে জানান গরুটির মালিক হামিদা বেগম।
হামিদা বেগম ও তার স্বামী মোঃ আজিজ লালন পালন করেছেন গরুটিকে। তাই গরুটিকে ঘিরে- ভিন্ন এক আবেগ- ভালবাসার এবং অনুভূতি তাদের মধ্যে।নিয়মিতই গরুটির সাথে খেলাধুলা ও খুনসুটি করেন মোঃ আজিজ। খেলাধুলার সময় বিজয়কে দেখা যায় মোঃ আজিজের হাত নিজের জিহবা দিয়ে ছেটে আদর করতে, এ যেন বিজয়ের সাথে মমতার এক দারুণ দৃশ্য।