চট্টগ্রাম: দ্বাদশ সত্যেন সেন চট্টগ্রাম বিভাগীয় গণ সঙ্গীত প্রতিযোগিতা শুক্রবার (১ মার্চ) সকালে সিটির এনায়েত বাজার মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উদীচী চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোল্লা হাবিবুর রসুল মামুন।
৫৪ জন একক প্রতিযোগী ও আটটি দল দলীয় প্রতিযোগী বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেয়। উদীচী নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম জেলা থেকে প্রায় ১০০ উদীচীর সহযোদ্ধা ও প্রতিযোগিদের অভিভাবক উৎসবে উপস্থিত ছিলেন।
সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতার চট্টগ্রাম বিভাগে ক বিভাগ থেকে
প্রথম হয়েছেন ঋষব মজুমদার, দ্বিতীয় গৌরব পাল শুভম ও তৃতীয় হয়েছেন তৃতীয় আবীর দাশ। খ বিভাগে
প্রথম হয়েছেন ঋদিমা দেবনাথ, দ্বিতীয় অন্বেষা দত্ত ও তৃতীয় হয়েছেন অনুশ্রী শর্মা। গ বিভাগে প্রথম হয়েছেন ইমন চন্দ্র দাস, দ্বিতীয় শাহ মোজাম্মেল হক চৌধুরী ও তৃতীয় হয়েছেন পৃথা দাস। ঘ বিভাগে (দলীয়)
প্রথম হয়েছেন উদীচী চৌমুহনী পৌর সংসদ ও উদীচী নোয়াখালী জেলা সংসদ, দ্বিতীয় উদীচী কুমিল্লা জেলা সংসদ ও উদীচী চট্টগ্রাম জেলা সংসদ এবং তৃতীয় হয়েছে প্রবর্তক সংঘ।
প্রতিযোগিতা শেষে জয়ীদের মধ্যে সার্টিফিকেট ও ক্রেস্ট দেয়া হয়। উদীচীর বিভাগীয় সদস্য সচিব জহির উদ্দিন বাবরের সঞ্চালনায় অনুষ্ঠানে উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য শেখ ফরিদ আহমদ, জসীম চৌধুরী সবুজ উপস্থিত ছিলেন।
















