চট্টগ্রাম: সোশ্যাল ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ‘বিজনেস রিভিউ মিটিং’ শনিবার (১৭ ফেব্রুয়ারি) সিটির লা অ্যারিস্ট্রোক্রেসি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। উপস্থিত ছিলেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমান, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান সৈয়দ মোহাম্মদ সোহেল। চট্টগ্রামের বিভিন্ন শাখার ম্যানেজার, অপেরেশন ম্যানেজার ও উপশাখার ইনচার্জসহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীরা সভায় যোগ দেন।
সভায় চট্টগ্রাম অঞ্চলের সার্বিক ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
অনুষ্ঠানে জাফর আলম বলেন, দেশের সুষম ও টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য বন্দর সিটি চট্টগ্রামের ভূমিকা অপরিসীম। সোশ্যাল ইসলামী ব্যাংক এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।’
আমদানি ও রপ্তানি বাণিজ্য, রেমিট্যান্স আহরণ, ডিপোজিটসহ ব্যাংকের বিভিন্ন সূচকে সোশ্যাল ইসলামী ব্যাংকের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ ধারা অব্যাহত রাখতে তিনি সবাইকে আরো মনোযোগী হয়ে কাজ করার আহবান জানান।
















