কর্ণফুলী, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটার হাজী আলিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেণীর নবীন বরণ, ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বদুপুরে স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা পরিষদের সদস্য ইসলাম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ। উপস্থিত ছিলেন স্কুলের পরিচালনা কমিটির সদস্য চরপাথরঘাটা ছয় নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর নূর।
অনুষ্ঠানে অতিথিরা নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও বিদায়ীদের শিক্ষার্থীদের শুভ কামনা জানিয়ে তাদের সফলতা কামনা কামনা করেন। অতিথিরা বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় জয়ীদের পুরস্কার বিতরণ করেন।
















