চট্টগ্রাম: চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই) পিএলসিতে সপ্তাহের প্রথম দিন রোববার (২১ জানুয়ারি) লেনদেন হয়েছ ১২ কোটি ৭৪ লাখ টাকা। মোট চার হাজার ১৭২টি লেনদেনের মাধ্যমে মোট ৩৩ লাখ ৮২ হাজার শেয়ার হাতবদল হয়েছে।
সিএসই প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪৭৬ দশমিক ৯২ পয়েন্ট কমেছে, যা হল ১৮ হাজার ৩২৯ দশমিক ৪৪ পয়েন্টে এবং সিএসই-৫০ মূল্যসূচক ৩১ দশমিক ৪৬ পয়েন্ট কমেছে, যা হল এক হাজার ২৮২ দশমিক শুন্য ছয়ে।
এছাড়াও, সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ২৫ দশমিক ৫৭ পয়েন্ট কমেছে, যা হল এক হাজার ১৭১ দশমিক ৯৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক রোববার (২১ জানুয়ারি) অপরিবর্তিত ছিল, যা হল দুই হাজার ৭৫৭ দশমিক ২৯ পয়েন্ট।
রোববার (২১ জানুয়ারি) দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হল সাত লাখ ৭২ হাজার ৭৯৯ কোটি ৯৩ লাখ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হল চার লাখ ৩৭ হাজার ২০১ কোটি ৮৩ লাখ টাকা ।
সিএসইতে ৬৩৩ স্ক্রিপ্টের মধ্যে রোববার (২১ জানুয়ারি) লেনদেন হয়েছে ২১৮টির, এর মধ্যে দাম বেড়েছে ৪১টির, কমেছে ১৫৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টির।