চট্টগ্রাম: চট্টগ্রামের কোতোয়ালী থানার ছয় মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত প্রতারক চক্রের মূল হোতা মো. ওবাইদুল আশ্রাফ মিলনকে (৪৯) গ্রেফতার করেছে র্যাব-৭। শনিবার (২০ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম সিটির পাঁশলাইশ থানাধীন মুরাদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. ওবাইদুল আশ্রাফ মিলন চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন খাতুনগঞ্জের মোল্লা মার্কেটের মেসার্স তানিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধীকারী মৃত মমতাজ আলীর পুত্র।
র্যাব-৭ জানায়, মিলন ছয় মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম সিটির নানা স্থানে আত্মগোপনে অবস্থান করে আসছিল।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মিলনকে চট্টগ্রাম সিটির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।