মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার :
চট্টগ্রামসহ সারাদেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম নগরীতে টিকার সনদ ছাড়া খাবার পরিবেশন করায় ৪ রেস্টুরেন্টকে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৮ জানুয়ারি) চট্টগ্রাম সিটি কর্পোরশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, স্বাস্থ্যবিধি অমান্য, গ্রাহকদের টিকা সনদ না দেখে রেস্টুরেন্টের খাবার পরিবেশন এবং অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার বিক্রির দায়ে এ জরিমানা ধার্য করা হয়েছে। এতে সিআরবি এলাকার তাসফিয়া গার্ডেন রেস্তোরাঁকে ৩ হাজার টাকা, স্টেডিয়াম এলাকার প্রিওলেন্তোকে ২ হাজার, সাব-জিরোকে ২ হাজার ও এস্টেরিয়া রেস্তোরাঁকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
















