নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জ বন্দরে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের কর্মকর্তা মো. রায়হান আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বন্দর উপজেলার মদনপুরে অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরির বিপরীত দিকে জাহিন গার্মেন্টসে এই আগুনের সূত্রপাত হয়। কারখানার তিনটি দোতলা ভবনের প্রথম এবং দ্বিতীয় তলাগুলোতে আগুন জ্বলছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
















