অশোক দাশ, সীতাকুণ্ড প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুণ্ড একটি রড তৈরির কারখানায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ১১টায় এ দূঘটনা ঘটে।
নিহত শ্রমিক রাজিব দাস (৩০) বড় কুমিরা ঘাটঘর জেলে পাড়ার শ্রীধাম দাসের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে , সীতাকুণ্ডের জিপিএইচ ইস্পাত কারখানায় রড তৈরীর কাঁচামাল হিসেবে বিদেশ থেকে আনা স্ক্র্যাব লোহা গ্যসের ভাটিতে গলানোর সময় গ্যাস বিস্ফোরণ হয়। ওই সময় বিকট শব্দে পাঁচ মাইল এলাকা জুড়ে কেঁপে উঠে।
তবে ধারণা করা হচ্ছে ঐসকল স্ক্র্যাবের ভিতর কোন বিস্ফোরক দ্রব্য থাকতে পারে , আর তাতেই এই দূর্ঘটনা ঘটে ।
সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক ( তদন্ত) সুমন বনিক বিষয়টি নিশ্চিত করে জানান , আজ সকাল এগারোটার সময় জিপিএইচ ইস্পাতে দূর্ঘটনায় নিহত কর্মরত শ্রমিক রাজিব দাসের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে । এই ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় একটি ইউডি মামলা রুজুর প্রস্তুতি চলছে।
উল্লেখ্য এর আগে গত বছরের ২২ সেপ্টেম্বর কারখানাটিতে গলানো উত্তপ্ত লোহার লাভা গায়ে পড়ে এক ভারতীয় শ্রমিকসহ সাতজন দগ্ধ হয়েছিল।
















