আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ প্রতিনিধি :
চট্টগ্রামের চন্দনাইশে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছালে আহমদ (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চত করেন। এর আগে রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি চন্দনাইশ পৌরসভার দিয়াকুল এলাকার মুন্সি মিয়ার ছেলে।
পুলিশ জানায়, চন্দনাইশ থানা পুলিশের একটি টিম সাতকানিয়া উপজেলার নলুয়া গ্রামে অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছালে আহমদ কে (৩০) গ্রেফতার করেন।
চন্দনাইশ অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, জিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি ছালে আহমদ কে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
















